About Me

header ads

কাঞ্চনবালা নাথ হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত গ্রেফতার!

ধর্মনগর পূর্ব হুরুয়ার ৬১ বর্ষীয়া কাঞ্চনবালা নাথ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই SDPO’র হাতে গ্রেফতার সঞ্জয় ঘোষ নামে এক সন্দেহভাজন, ধর্মনগর বাজারে মহিলার কানের দুল বিক্রি করতে এলে কানের দুল সহ হাতেনাতে ধরা পড়ে সঞ্জয়। তারপর তাকে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। থানায় দীর্ঘ ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে কাঞ্চনবালা নাথকে সে হত্যা করেছে।

ঘটনার বিবরণ শনিবার রাতে কাঞ্চনবালা নাথের বাড়ি যায় সঞ্জয়, প্রথমে ঘরে ঢুকে সে পান খাওয়ার কথা বলে, তারপর আচমকা ঐ মহিলার উপর চড়াও হয় সঞ্জয়, প্রথমে মারধর করে পরে গলা টিপে ধরে, আর এতেই মৃত্যু হয় কাঞ্চনবালা নাথের। খুনের ২৪ ঘণ্টার মাথায় খুনিকে গ্রফতার করায় পুলিসের ভুমিকায় খুশী এলাকার মানুষ। ধর্মনগর মহিলা থানার পুলিস সঞ্জয় ঘোষের বিরদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০২ ধারায় মামলা নিয়েছে। যার নম্বর-২২/১৯ কাল তাকে ধর্মনগর আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিস আধিকারিক রাজীব সূত্রধর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ