
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৮৩০৮টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। পঞ্চায়েত
নির্বাচনে ৮৩৯৯টি মনোনয়ন পত্র জমা পড়েছিল। স্ক্রুটিনি পর ৮৩০৮টি মনোনয়ন
বৈধ বলে বিবেচিত করেছে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্য
নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৬১১৬টি,
সিপিএম’র ৩৭০টি, সিপিআই’র ৪টি, কংগ্রেসের ৭০৯টি, আইপিএফটির ৩৭টি, নির্দল
৩৭টি এবং ১৪৭টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে।
এদিকে, পঞ্চায়েত সমিতিতে
বিজেপির ৪১৯টি, সিপিএম’র ৮৮টি, সিপিআই’র ১টি, কংগ্রেসের ৭১টি, আইপিএফটির
২টি, নির্দল ১১ টি ও অন্যান্য ২টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
আর
জেলা পরিষদে বিজেপির ১১৬ টি, সিপিএম’র ৯২ টি, কংগ্রেসের ৭৯ টি, ফরোয়ার্ড
ব্লকের একটি এবং নির্দল ৬টি মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে।
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।
0 মন্তব্যসমূহ