
ফের ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ল দুই
পাচারকারী৷ বুধবার রাতে অসমের পাথরকান্দি থেকে আগরতলা যাওয়ার পথে
খোয়াইয়ের বড়বগাই এলাকায় টিআর-০৭এ- ০৩৬০ নম্বরের একটি গাড়ি থেকে প্রায়
৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ৷ আটক করে দুই আরোহীকে৷
জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম
মণিমুল ইসলাম(২০) এবং আবুল খায়ের(২৩)৷ তাদের বাড়ি সোনামুড়াতে৷ তারা এই
ট্যাবলেট নিয়ে পাথরকান্দি থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল৷

বুধবার রাতে অসম রাইফেলস্, বিএসএফ এবং
খোয়াই থানার পুলিশ যৌথ অভিযানে নামলে, তাদের হাতে ইয়াবাসহ ধরা পড়ে ওই
দুই ব্যক্তি৷ বড়বগাই এলাকায় ওই গাড়িটি আটক করা হয়৷ তল্লাশি চালিয়ে পুলিশ
ওই ট্যাবলেট উদ্ধার করে, যার দাম আনুমানিক সাড়ে চার কোটি টাকা৷
পাচারকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করে
পুলিশ৷ বৃহস্পতিবার তাদের খোয়াই কোর্টে পেশ করা হয়েছে৷ তাদের আদালত জেল
হেফাজতের নির্দেশ দিয়েছে৷
0 মন্তব্যসমূহ