
ভারতীয় সেনাবাহিনীর ডগ স্কোয়াডের যোগব্য়ায়ামের ছবি টুইট করেছেন রাহুল
গান্ধী। তার ক্য়াপশন লিখেছেন নিউ ইন্ডিয়া। ব্য়াস। আর যায় কোথায়! সেই নিয়ে
বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়ে গেছেন রাহুল। বিজেপি সভাপতি অমিত শাহ
পর্যন্ত আসরে নেমে পড়েছেন।অমিত শাহ টুইটারে বলেছেন, “তিন তালাকের মত
মধ্যযুগীয় অভ্য়াসের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়ে এরা এদের নেতিবাচক
দৃষ্টিভঙ্গি প্রকাশ করে ফেলেছে। এখন এরা আবার যোগ দিবস নিয়ে বিদ্রূপ করছে,
আর আরও একবার আমাদের বাহিনীকে অসম্মান করছে। আশা করি ইতিবাচক মনোভাবের জয়
হবে। তাহলেই আমরা কঠিন চ্য়ালেঞ্জের মোকাবিলা করতে পারব।”
সোমবার নতুন করে লোকসভায় তিন তালাক বিল পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।
রাহুল এদিন যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর কুকুরেরা তাদের ট্রেনারদের সঙ্গে অনুশীলন করছে।

বিজেপি সভাপতি নলিন কোহলিও রাহুলকে এক হাত নিয়ে বলেছেন, জীবন শুধু মজার ব্য়াপার নয়।
বিজেপি মুখপাত্র নলিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃ্ত্বে
যখন নতুন ভারত দেখা যাচ্ছে, সে সময়ে রাহুল গান্ধীর টুইট থেকে তাঁর নেতৃত্বে
নতুন কংগ্রেসকে দেখা যাচ্ছে। সম্ভবত তাঁর কাছে জীবন শুধুই চলমান এক মজার
ব্য়াপার। উনি সম্ভবত ছবি পোস্ট করার সুযোগ খোঁজেন, যা ওঁকে নিজের পোষা
কুকুরের কথা মনে করিয়ে দেয়।
শুধু বিজেপি নয়, সাধারণ টুইটারাত্তিদের আক্রমণের মুখেও পড়েছেন রাহুল।
0 মন্তব্যসমূহ