About Me

header ads

ধর্মনগর স্টেশনে থেকে ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা!

আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর রেল পুলিশ।  নেশা সামগ্রী সাম্রাজ্যে যুবকদের পাশাপাশি এবার মহিলারাও নেশা মাফিয়া হয়ে উঠছে। প্রায় সময়ই ট্রেনে করে নেশা সামগ্রী পাচার করছে মহিলারা।

বৃহস্পতিবার শিলচর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রায় 50 হাজার নেশা সামগ্রী আটক করল ধর্মনগর রেল পুলিশ।

দুজন মহিলা এ নেশা সামগ্রী নিয়ে যাচ্ছিল পাচার করার উদ্দেশ্যে। ঠিক সেই সময়  50 হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই মহিলাকে আটক করল পুলিশ।   তাদের নাম পুষ্পা খাতুন ও আফিয়া খাতুন।  ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে ধর্মনগর রেলওয়ে পুলিশ। বর্তমানে দুই পাচারকারী মহিলা ধর্মনগর রেল পুলিশ হেফাজতে রয়েছে। তাদের সাথে পাণ্ডাদের ধরতে অভিযান চালাবে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ