About Me

header ads

রেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক মহিলার!

বাধারঘাটের ইচা বাজার এলাকার বাসিন্দা স্বপ্না গোপ তিন মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পর নেতাজী পল্লি এলাকায় বোনের বারিতে থাকতেন প্রতিদিন সকালে প্রাত ভ্রমণে বের হতেন এইদিন সকালেও তিনি প্রাত ভ্রমণে বোনের বাড়ী থেকে বের হন প্রাত ভ্রমণে বেরিয়ে বাধারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইন ক্রস করার সময় তিনি আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেনের ধাক্কায় গুরুতর ভাবে আহত হন

প্রত্যক্ষদর্শীরা জানান ট্রেনের ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়ে রেল লাইনের পাসে তিনি কাতরাচ্ছিলেন স্থানীয়রা সাথে সাথে পূর্ব আগরতলা থানার পুলিশকে খবর দেয় অভিযোগ দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসেছে পুলিস ততক্ষণে স্বপ্না দেবি মৃত্যুর কলে ঢলে পরেন দমকল বাহিনীর ক্রমিরা ঘটনাস্থলে আসলেও তখন মৃত্যু হয় স্বপ্না দেবির তাই তারা ফিরে যায়

ঘটনার দীর্ঘ সময় পরও রেল পুলিস ঘটনাস্থলে যায়নি স্থানিয়দের আরও অভিযোগ পুলিস সঠিক সময় আসলে স্বপ্না দেবিকে বাঁচানো যেত দীর্ঘ এক ঘণ্টা ধরে রেল লাইনের পাসে কাৎরাতে কাৎরাতে মৃত্যুর কোলে ঢলে পরেন স্বপ্না দেবিএই নিয়ে পুলিশের বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা দীর্ঘ সময় পর পুলিস ঘটনাস্থলে আসলে স্থানিয়দের ক্ষোভের মুখে পড়তে হয় স্থানিয়দের একের পর এক প্রশ্নবানের মুখে ঘটনাস্থলে উপস্থিত পুলিস কর্মীরা এক প্রকার নিরব ভূমিকা পালন করে পরে মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় তবে এইদিন পুলিশের ভুমিকা নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ