About Me

header ads

সামান্য বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, ভোগান্তির শিকার জনগন!

ফের একবার পুর পাপের খেসারত বহন করতে হল পুর বাসিকে শুক্রবার সকাল থেকে হাল্কা ও মাঝারি বৃষ্টির ফলে জল মগ্ন হয়ে পড়েছে আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকারাজধানী আগরতলার শকুন্তলা রোড, রবীন্দ্র ভবন, আর এম এস চৌমুহনী সহ বিভিন্ন জায়গা জল মগ্ন হয়ে পড়েছে তবে তার জন্য শুধুমাত্র আগরতলা পুর নিগম দায়ী তা নয়

আগরতলা পুর নিগমের পাশাপাশি নিগম এলাকায় বসবাসকারী একাংশ মানুষও তার জন্য দায়ি তা বলা বাহুল্য আগরতলা পুর নিগমের বেহাল জল নিষ্কাশনি ব্যবস্থার ফলে হাল্কা ও মাঝারি বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয় তার চেয়ে বড় বিষয় যত্রতত্র প্লাস্টিকের বোতল সহ অপচনশীল বজ্য ফেলার ফলে এই সকল বজ্য নিগম এলাকার নিষ্কাশনি ব্যবস্থাকে স্তব্ধ করে দেয় এতে করে অতি দ্রুত নিগম এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পরে 

শুক্রবারও একই চিত্র পরিলক্ষিত হয় এইদিনের সামান্য বৃষ্টিতে নিগম এলাকার বহু রাস্তায় হাঁটু সমান জল জমে যায় নিগম বাসিদের আশঙ্কা ভারি বর্ষণ হলে বিগত বছরের ন্যায় এই বছরও নিগমের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়বে যদিও নিগমের সাফাই কর্মীদের বক্তব্য প্লাস্টিকের বোতল ও অপচনশীল বজ্য নিগম এলাকার নিস্কাশনি ব্যবস্থাকে স্তব্ধ করে দেয় ফলে সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরে নিগম এলাকার বহু রাস্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ