About Me

header ads

জাতীয় সড়কে পথ দূর্ঘটনার শিকার থানার দুটি গাড়ি!

আবারো পথ দুর্ঘটনা ঘটলো ৮ নং জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানার সামনে। এবার দুর্ঘটনার শিকার তেলিয়ামুড়া থানার দুটি গাড়ি। ঘটনার বিবরণে জানা যায় সোমবার মধ্যরাতে কোন এক সময় TR-01 K1536 নম্বরের জ্বালানি তেলের গাড়ি আগরতলা থেকে আমবাসা যাওয়ার পথে জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানার সামনে, দ্রুত বেগে এসে তেলিয়ামুড়া থানার দুটি গাড়িকে স্বজোরে ধাক্কা দেয়। এতে থানার দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

এই ঘটনায় থানার গাড়ি চালক অল্পের জন্য রক্ষা পায়। জানা যায় জ্বালানি তেলের ট্যাঙ্কার এর গাড়ির চালক ও সহ চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। গাড়ির বিকট শব্দ পেয়ে অন্য পুলিশ কর্মীরা এসে ওই ট্রেংঙ্কার গাড়ির চালক এবং সহ চালককে আটক করে। দুর্ঘটনার সময় পুলিশের দুটি গাড়ি জাতীয় সড়কের পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ