
লোকসভা নির্বাচনের পর রাজ্যব্যাপী রাজনৈতিক হিংসা নিয়ে আন্দোলন শুরু করল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে সন্ত্রাস, কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উপর হমালা। বিভিন্ন জায়গায় কংগ্রেস অফিস ভাংচুরের অভিযোগ এনে রবিবার থেকে দুই দিনের জন্য গণঅবস্থান সংগঠিত করলো প্রদেশ যুব কংগ্রেস।
রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে এই গণঅবস্থান করা হয়। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা হচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। কোথাও বিরোধী দলের কর্মী সমর্থকদের শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, কোথাও তাদের বাড়ি ঘরের উপর হামলা হচ্ছে, কোথাও বিরোধী কর্মীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ।
এনিয়ে বিরোধী সিপিএম এবং কংগ্রেস গত বেশ কিছুদিন ধরেই সরব। এনিয়ে রবিবার থেকে ২দিনের গনঅবস্থানে বসে কংগ্রেস। গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, গোপাল চন্দ্র রায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। গনঅবস্থানে আলোচনা করতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় শাসক দলের সমালোচনায় মুখর হন।
0 মন্তব্যসমূহ