About Me

header ads

ত্রিপুরার সুস্বাদু আনারস রপ্তানি হল বাংলাদেশে!

ত্রিপুরা রাজ্যের আনারস সর্বজনপ্রিয় আনারস । এ যেন ২৪ কেরেট সোনা । গত বছর রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ আনারসকে ত্ৰিপুরার রাজ্যিক ফল হিসেবে ঘোষণা করেছেন।

সম্প্রতি, ত্রিপুরার উদ্যানশস্য বিভাগ বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে প্রায় ১৭২ লক্ষ আনারস (১৯৩.১০ মিলিয়ন টন) রপ্তানি করেছে।

উল্লেখ্য, ত্রিপুরা থেকে রপ্তানি করা আনারসের ১১৩ মিলিয়ন টন আনারসই হল বিশ্বমানের ‘কুইন’ প্ৰজাতির।

ত্রিপুরার আনারস গেছে কলকাতা, গুয়াহাটি, দিল্লি সহ দেশের বহু রাজ্যে।

বিপ্লব দেব সরকার ত্রিপুরার ঔদ্যোগিক বিকাশ নিগমের দ্বারা আরো বহু পরিমাণে আনারস রাজ্যের বাইরে রপ্তানি করার পরিকল্পনা করেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ত্রিপুরার কুইন প্রজাতির সুস্বাদু আনারস দেখে মুগ্ধ হয়েছিলেন বাহরাইনের রানি সাবিকা বিন্তে ইব্রাহিম আল খলিফা।

ত্রিপুরার উদ্যানশস্য বিভাগের একজন শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছে, ত্রিপুরা সরকার আনারস চাষ করা কৃষকদের সব ধরনের সাহায্য করার জন্যে বদ্ধপরিকর ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ