
শহরে আবাসন নির্মাণে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে রয়েছে।
২০১৫
সালে ২৫ জুন দেশে তিনটি আরবান ফ্ল্যাগশীপ কর্মসূচি তথা প্রধানমন্ত্রী আবাস
যোজনা (আরবান), আমরুট ও স্মার্ট সিটি মিশনের কাজের সূচনা করেন। আর তাতেই
সফল্য পেয়েছে ত্রিপুরা রাজ্য।
প্রধানমন্ত্রী
আবাস যোজনার অধীন এখন পর্যন্ত ২৬,২০৬ টি গরিব পরিবারকে পাকা ঘর নির্মাণ
করা হয়েছে। আর ১৯,৬৯৭ টি ঘর নির্মাণের কাজ চলছে বর্তমানে।
এদিকে,
স্মার্ট সিটি মিশনের আওতায় আগরতলা শহরে ৮.১৮ কোটি টাকা ব্যয়ে ১২ টি
প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। আরও ২৩টি প্রকল্পের কাজ চলছে।
অন্যদিকে
আমরুট প্রকল্পের অধীন পানীয় জল সরবরাহ, নর্দমা সাফাই এবং আরবান
ট্রান্সপোর্টের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে কাজ চলছে আগরতলা শহরে। এখন
পর্যন্ত ১.২২ কোটি টাকা ব্যয়ে শহরের সাতলাখি বাড়ির সামনে জলাধারটির
সৌন্দর্যায়ন করা হয়েছে।
এছাড়াও ৯৫ লক্ষ টাকা ব্যয়ে এক পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ