
তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি থানাধীন গ্রামীণ
ব্যাংকের শাখায় নিশিকুটুম্বদের থাবা নাকি ডাকাত দলের হানা লুটের জন্য?
ঘটনার
বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে কোন এক সময়ে মুঙ্গিয়াকামি গ্রামীণ ব্যাংকের
শাখা হানা দেয় এক চোরের দল বুধবার ছিল ঈদের বন্ধ কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার রণবীর
দাস উনার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ব্যাংক পরিষ্কার করার জন্য বলেছিলেন ব্যাংক
পরিষ্কার করতে আসলে কর্মচারীরা চুরির ঘটনা প্রত্যক্ষ করে। সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক
ম্যানেজার কে ফোন করে ঘটনাটি বলা হয়। তিনি আগরতলা থেকে মুঙ্গিয়াকামি এসে মংলা থানার
পুলিশকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ব্যাংক থেকে তেমন কিছু না নিলেও কম্পিউটারের
কিছু জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার আগরতলা গ্রামীণ ব্যাংক এর তরফ
থেকে এক প্রতিনিধিদল মুঙ্গিয়াকামিতে আসে এবং থানায় একটি লিখিত অভিযোগ করে। পুলিশ
ঘটনার তদন্তে নেমেছে।
0 মন্তব্য