About Me

header ads

রোজভ্যালি কান্ডে সিবিয়াই চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্য সরকারের।

রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তের আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, পাবলিক অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয়ের সচিবের নিকট চিঠি পাঠাল রাজ্য সরকার। ২২ মে এই চিঠি প্রেরন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা। তিনি এইদিন অভিযোগ করেন বামফ্রন্ট সরকারের সময় জনগণের চাপে পরে সিবিআই-র নিকট চিটফাণ্ড কেলেঙ্কারির তদন্তের দাবিতে চিঠি প্রেরন করা হয়েছিল দুইবার। প্রথমবারের চিঠিতে রোজভ্যালির নামই ছিল না। আর দ্বিতীয় বার যে চিঠি পাঠানো হয়েছিল তাতে রোজভ্যালির নাম উল্লেখ করা হলেও টাকার অঙ্ক ১ লক্ষ্য টাকার কম দেখানো হয়েছিল। যাতে করে সিবিআই রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত করতে অস্বীকার করে। তিনি আরও বলেন রোজভ্যালি রাজ্যের মানুষের অর্থ আত্মসাৎ করার ক্ষেত্রে তৎকালীন রাজ্য সরকারের সহযোগিতা ছিল। পাশাপাশি তিনি বলেন ২২ মে রাজ্য সরকার যে চিঠি প্রেরন করেছে তাতে ৯৮ কোটি ১৬ লক্ষ্য ৭৯ হাজার ৬৮৫ টাকা আত্মসাৎ করার কথা উল্লেখ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ