
রাজধানী আগরতলা
শহরকে যানজট
মুক্ত রাখার
লক্ষ্যে
আগরতলা
শহরে অবৈধ
পার্কিং
এর বিরুদ্ধে
অভিযান চালালো
ট্রাফিক
দপ্তর।
এইদিন
অভিনব কায়দায়
এই অভিযান
চালানো হয়। যার
নাম দেওয়া
হয় চেইন
অভিযান। অবৈধ
ভাবে পার্কিং
করা একাধিক
দ্বিচক্র
যানকে এইদিন
একটি চেইনের
মাধ্যমে
লক করে
দেয় ট্রাফিক
পুলিশ। পরে
জরিমানা
আদায় করে দ্বিচক্র
যান গুলিকে
ছাড়া হয়।
এইদিন
মূলত শহরের
ব্যস্ততম
জায়গা গুলিতে
এই অভিযান
চালানো হয়। অভিযানের
নেতৃত্বে
ছিলেন ট্রাফিক
দপ্তরের
ইন্সপেক্টার
অমল চক্রবর্তী। তিনি
জানান মূলত
অবৈধ পার্কিং
রুখতে এই
অভিযান চালানো
হয়েছে।
0 মন্তব্যসমূহ