
রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পীযুষ বিশ্বাস, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।
এইদিনের সভায় প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান এইদিনের সভা মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের রন কৌশল নির্ধারণের জন্য এই দিনের বৈঠক।
পাশাপাশি তিনি এইদিন দাবি করেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের মধ্যে কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বহু বিধানসভা এলাকায় কংগ্রেস শাসক দলের থেকে এগিয়ে রয়েছে।
0 মন্তব্যসমূহ