
২০২০ সালে অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক গেমস। এবং এই অলিম্পিক গেমসে
যোগ্যতা অর্জন করেছে ভারতের তিনজনের পুরুষ রিকার্ভ আর্চার দলটি। এই দলে
রয়েছেন সিকিমের অভিজ্ঞ আর্চার তরুণদীপ রায়।
উল্লেখ্য,
নেদারল্যাণ্ডের Den Bosch তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের
একটি ম্যাচে বুধবার ভারতীয় দলটি কানাডাকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে।
এবং ভারতীয় আর্চার তরুণদীপ রায়, অতনু দাস এবং প্রবীণ যাদব আসন্ন অলিম্পিকে নিজেদের কোটা সুরক্ষিত করতে সক্ষম হয়েছেন।
মেধাবী
তরুণদীপ রায় জানিয়েছেন, ‘আমরা সকলেই ভালো প্রদর্শন করতে সক্ষম হচ্ছি এবং
আশা করি আমাদের এই প্রদর্শন ২০২০ অলিম্পিক গেমসেও অব্যাহত থাকবে’।
তরুণদীপ রায় ইতিমধ্যে দুবার ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
0 মন্তব্যসমূহ