
ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্যে পরিণত করার জন্যে যাবতীয় চেষ্টা চালিয়ে
যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সকল রাজ্যবাসীকে একযোগে এই কর্মে
নিয়োজিত হবার আহ্বান জানিয়েছেন তিনি।
তাঁর
মতে ত্রিপুরা বহু চেষ্টায় সন্ত্রাসবাদ থেকে মুক্তি লাভ করেছে ঠিকই কিন্তু
তার থেকেও ভয়ংকর হল নেশা সন্ত্রাস! এই সন্ত্রাস অতি শীঘ্রই মুক্তি পেতে
হবে। ভিতরে ভিতরে গিলে খেয়ে ফেলে নেশা।
মুখ্যমন্ত্রী
মাদক বিরোধী কার্যে কেবলমাত্র ত্রিপুরাকেই নয়, পাশের রাজ্য অসম,
মিজোরামকেও অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। কারণ, এই রাজ্যগুলোতে মাদক
পাচারচক্রের জাল ছড়িয়ে পড়েছে। এর থেকে উদ্ধার পেতেই হবে। রক্ষা করতে হবে
নব-প্রজন্মকে।
আন্তর্জাতিক মাদক ও অবৈধ মানুষ পাচার বিরোধী দিবস
উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং সভাগৃহে মুখ্যমন্ত্রী প্রধান বক্তা
হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন রাজ্যবাসীর উদ্দেশ্যে।
বিপ্লব দেব টুইট বার্তাতেও মাদক্মুক্ত সুস্থ সমাজের আশা প্রকাশ করেছেন। তিনি বলেনঃ ড্রাগস মেরে ফেলে নিজেকে এবং নিজের স্বপ্নকে।
Drugs kill you and your dreams! Say no to drugs.— Biplab Kumar Deb (@BjpBiplab) June 26, 2019
Attended the programme for observance of International Day against Drug Abuse & Illicit Trafficking at Rabindra Bhawan, Agartala.
I urge everyone from all walks of life to work for #NashaMuktTripura pic.twitter.com/kVRz2030FW
0 মন্তব্যসমূহ