
রাজ্য মন্ত্রী সভা থেকে বাদ পড়লেন সুদীপ রায় বর্মণ। বর্তমানে পানীয় জল ও
স্বাস্থ্য বিধান দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর এবং স্বাস্থ্য ও
পরিবারকল্যাণ দপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী।বিজ্ঞান ,প্রযুক্তি ও
পরিবেশ দপ্তরেরদায়িত্ব সামলাবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ।যতটুকু
খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্য মন্ত্রী সভার সম্প্রসারন করা হবে।
পূরণ করা হবে রাজ্য মন্ত্রীসভার শূন্য চারটি পদ। শুক্রবার এক প্রেস
বিজ্ঞপ্তিতে রাজ্যের মুখ্য সচিব কুমার অলক এই সংবাদ জানান।