
আগামি ১ জুলাই শুরু হচ্ছে অসমের
গুয়াহাটি থেকে ঢাকার সরাসরি বিমান পরিষেবা। ত্রিপুরা সরকার এ বিষয়ে
জানিয়েছে, রাজধানী আগরতলাতেও বিমান স্টপেজ দিক।
বিষয়টি
নিয়ে ইতিমধ্যে ত্রিপুরা পরিবহন দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং
স্পাইসজেটের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংকে একখানা চিঠিও
প্রদান করেছে রাজ্য সরকার । তবে এখনো কোন রকম সিদ্ধান্তের সংবাদ আসেনি।
ভারতের
বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘স্পাইসজেট’ আন্তর্জাতিক বিমান সংযোগ
প্রকল্প বা আইএসিএসের অঙ্গ হিসেবে ৫৫ মিনিটের এ আন্তর্জাতিক রুটে ওড়াবে
বিমান।
প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরার পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহরায় জানিয়েছেনঃ ‘আমাদের
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। তাই আমরাও চাই, চালু হোক
আগরতলা থেকে ঢাকার বিমান। বিমানটিও আগরতলা হয়ে যেতে পারে’।
এই বিষয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন প্রণজিত সিংরায়।
তিনি আশা ব্যক্ত করেছেন আগরতলা-ঢাকা বিমান চালু হলে ত্রিপুরা ও বাংলাদেশের পর্যটন ক্ষেত্র বিরাট উন্নতি লাভ করবে।
প্রসঙ্গত,
১ জুলাই থেকে ভারতীয় সময় বেলা ১১ টা ৫৫ মিনিটে প্রতিদিন গুয়াহাটির গোপিনাথ
বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে ফ্লাইটটি।
অপরদিকে বাংলাদেশ সময় ১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।
0 মন্তব্যসমূহ