
ত্রিপুরার চুড়াইবাড়িতে গাড়িসহ আটক করা হল বৃহৎ পরিমাণে মূল্যবান কাঠ।
উল্লেখ্য, চুড়াইবাড়ি ফরেস্ট রিজার্ভ থেকে সেগুন কাঠ পাচারকালে গাড়িটি জব্দ করেন বিট অফিসার অমিত সূত্রধর এবং তাঁর দলবল।
কিন্তু আবার সেই একই ঘটনা। পাচারকারী কোন এক দৈববলে গেল পালিয়ে !
পাচারকারীদের
উৎপাত দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা রাজ্যে। কখনো প্রশাসনের কানের
পাশ দিয়েই চোরাকারবারিরা কাঠ কেটে নিয়ে আসছে। কখনো বা পুলিশের হাত থেকে
পালিয়ে যাচ্ছে। অথচ কোন শাসনই গড়ে তুলতে পারছে না রাজ্য সরকার।
বর্তমানে আটক হওয়া সেই গাড়িসহ সেগুন কাঠ রয়েছে পানিসাগর রেঞ্জ অফিসে। মোটামুটি ৬০ ফুট সেগুন লগ এর বাজার দর হবে লক্ষাধিক টাকা।
0 মন্তব্য