
চলতি বছর ২০১৯ সালেই ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হবে ৭০-তম ত্রিপুরা রাজ্য
ভিত্তিক বন মহোৎসব। সুতরাং এই উপলক্ষে রবিবার আয়োজন করা হয় ‘রান ফর গ্রিন
আগরতলা’ শীর্ষক এক সুন্দর কর্মসূচির।
নির্মল,
দূষণমুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা সরকার বদ্ধপরিকর।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশকে
নির্মল রাখার জন্যে যথাসাধ্য চেষ্টা করার।
এদিন
ত্রিপুরা রাজধানী আগরতলার উমাকান্ত অ্যাকাডেমির মাঠ থেকে দৌড় শুরু হয়ে শেষ
হয় প্রায় আড়াই কিমি দূরে আস্তাবল ময়দানে এসে। অংশ নিয়েছিলেন স্বয়ং
মুখ্যমন্ত্রীও।
Trees give us life. We should plant more trees to preserve our environment for the future generations. I urge everyone to take part in Vanamahotsav and plant maximum number of trees for a better tomorrow. pic.twitter.com/tJN2a11ZHA— Biplab Kumar Deb (@BjpBiplab) June 23, 2019
পতাকা নেড়ে টরান ফর গ্রিন আগরতলাট কর্মসূচির শুভ উদঘাটন করেন বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বল দফতরের মন্ত্রী মেবারকুমার জমাতিয়া,
আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিত সিনহা, কলেজের ছাত্র-ছাত্রীসহ শহরের
বিভিন্ন পেশায় জড়িত জনগণেরা।
সম্প্রতি,মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে
ত্রিপুরার গোমতি জেলার জেলা সদর উদয়পুরের কড়ুইয়ামুড়াতে ৮ নম্বর জাতীয় সড়কের
দু-পাশে মাত্র ১ মিনিটে ৬,৫০০ গাছ লাগানোর রেকর্ড গড়ল ত্রিপুরা।
0 মন্তব্যসমূহ