About Me

header ads

মৃতদেহ নিয়ে পুলিসের রসিকতা, সংবাদ মাধ্যমের দারস্থ আই জি এম কৃতপক্ষ।

গত শনিবার পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় মণি দাস নামে বছর ৩০-র এক  গৃহবধূকে আই জি এম হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ আই জি এম হাসপাতালে ভর্তি করে তাদের দায়িত্ব খালাস করে।

এদিনই বিকেলে মৃত্যু হয় মনি দাসের। কিডনী জনিত রোগে ভুগছিল সে। এই রোগির মৃত্যুর পর লিখিত ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ্যের পক্ষ থেকে জানানো হয় আই জি এম হাসপাতাল থেকে মৃতদেহ সরিয়ে নিতে, এমনকি ফোন করেও এই বিষয়ে জানায় তারা। কিন্তু এরপরেও পুলিশের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

পশ্চিম মহিলা থানাকে এই বিষয়ে জানিয়েও প্রায় ১৮ ঘণ্টা জাবৎ হাসপাতালের বেডে মৃতদেহটি পরে রইলেও পুলিশের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে   জানান চিকিৎসক  দীপঙ্কর ভৌমিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ