About Me

header ads

ঘুমন্ত শিশুদের পিষে দিল গাড়ি, এলাকাবাসীর হাতে মার খেয়েই মৃত্যু চালকের!

বৃহস্পতিবার ভোরে পাটনার কুমরার এলাকায় ফুটপাথে শুয়ে থাকা তিন শিশুর ওপর দিয়ে চলে যায় একটি এক্সইউভি গাড়ি। ঘটনার পরেই বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়ে মৃত্যু হয় গাড়িচালকের। গাড়িতে থাকা সহযাত্রীকেও প্রহার করেন এলাকার লোকজন। দুর্ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

গাড়ির তলায় চাপা পড়া শিশুদের মধ্যে রয়েছে ৯ বছরের হালেন্দ্র মানঝি, ১৩ বছরের রোহিত মানঝি এবং ১১ বছরের রাজু মানঝি।  ১০ বছরের মনিশ মানঝি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

সৌরভের সঙ্গী মনিশ কুমারের চিকিৎসা চলছে। পাটনার অতিরিক্ত এসপি বালিরাম চৌধুরী জানিয়েছেন, “চালকের অসাবধানতাবশতি দুর্ঘটনা ঘটেছে। খুব সম্ভবত গাড়ি চালানোর সময়ে তাঁর ঝিমুনি এসে গিয়েছিল। ২ ফুট উচ্চতার ফুটপাথে উঠে গিয়েছিল গাড়িটি”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ