About Me

header ads

প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য নিজের জমি দান করলেন এক মিড-ডে মিল কর্মী!

অন্যের স্বার্থে ভালো কাজ করার মানসিকতা থাকলে ক্ষমতা সীমিত হলেও সেই কাজে সফল হওয়া যায়। আসলে ভালো কাজ করার জন্য উঁচু মনের প্রয়োজন।

একুশ দশকে একাংশ মানুষ যখন ব্যস্ত নিজেকে নিয়ে, ব্যস্ত ডিজিটাল দুনিয়ায় তখন এক সাধারণ মহিলা ভাবছেন শিশুদের নিয়ে।

সেই মহান মহিলার নাম শিবানী দাস। তিনি একটি স্কুলের মিড-ডে মিলের রাঁধুনির কাজ করেন। সম্প্রতি তিনি একটি অআবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য তাঁর জমি দান করলেন।

শিবানীদেবী কাছাড় শিলচরের ২৬নং ওয়ার্ডের আশ্রম রোড এলাকার রাধা গোবিন্দ লেনের বাসিন্দা।

এতেই থমকে নেই, যদি জমি দান যথেষ্ট না হয় তাহলে মিড-ডে মিলের জন্য রান্নার পরিবর্তে তাঁর প্রাপ্যটুকুও তিনি ছাত্র-ছাত্রীদের মঙ্গলের জন্য দান করতে ইচ্ছুক।
এমন এক ইতিবাচক খবর চাওর হতেই সমগ্র শিলচরবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আর শিবানীদেবীর এমন অবদানে প্রশংসা কুড়োবেননা কেন এমন নিঃস্বার্থ কাজের মনোভাব আজকের যুগে কতজনেরই বা থাকে।

আজকের দিনে পৃথিবীর কোণায় কোণায় যেখানে চলে মারামারি-হিংসার ঘটনা, নারী-শিশু নির্যাতন, জঙ্গি হামলা সেখানে এমন মানসিকতার মানুষ সত্যিই আশার আলো স্বরূপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ