
তিন বছরের মাথায় ন্যায় পেলেন ত্রিপুরার এক ধর্ষিতা যুবতী। মূল অভিযুক্তকে আমৃত্যু কারাবাসের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছে বিলোনিয়া জেলা ও দায়রা জজ আদালত।
২০১৬
সালের ২৮ মে দক্ষিণ জেলার বাইখোরা থানাধীন কলসি এলাকায় একটি পরিত্যক্ত
মন্দিরের পেছনে লাই ফ্রু চাই মগ ও তাঁর চার বন্ধু মিলে মানসিক ভারসাম্যহীন
এক যুবতীকে ধর্ষণ করেছিল।
বাকি চার অভিযুক্ত পালিয়ে গেলেও লাই ফ্রু চাই মগকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে। ওই
ঘটনা ধামাচাপা দেওয়ার ভীষণ চেষ্টা করা হয় বলে অভিযোগ ধর্ষিতার পরিবারের।
কারণ, অভিযুক্তদের পরিবার এলাকায় খুবই প্রভাবশালী বলে পরিচিত। তবে ওই ঘটনায় লাই ফ্রু চাই মগ ছাড়া বাকি কেউকে গ্রেফতার করেনি পুলিশ।
পুলিশের বক্তব্য ছিল, মূল অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলায় রুজু হয়েছিল। শেষে তিন বছরের মাথায় তাঁকে সাজা ঘোষণা করেছে আদালত।
0 মন্তব্যসমূহ