
সোমবার কুমারঘাটের পি.আর.টি.আই হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে
শুকর ও ছাগল পালনের উপর ঊনকোটি জেলা ভিত্তিক এক দিনের প্রশিক্ষন শিবির
অনুষ্ঠিত হয়। পাশাপাশি বেনিফিসারিদের মধ্যে উন্নত প্রজাতির ঘাসের চারা
বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী
সান্ত্বনা চাকমা,বিধায়ক ভগবান দাস,দপ্তরের উপ অধিকর্তা দেবানন্দ দেব সহ
অন্যান্যরা। তবে এইদিন মহকুমার সংবাদ প্রতিনিধিদের এক প্রকার ব্রাত্য রেখে
অনুষ্ঠান করা হয়। এই নিয়ে মহকুমার সংবাদ প্রতিনিধিদের মধ্যে চাপা ক্ষোভ
বিরাজ করছে। অনুষ্ঠানে এইদিন এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল
লক্ষ্যনীয়।
0 মন্তব্যসমূহ