
এক মর্মান্তিক মৃত্যু 4 বছরের শিশু কন্যা। জলে ডুবে এক শিশুর মৃত্যু ঘটনা কল্যান পুর থানা এলাকার
উত্তর কমলনগরে।
ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার জয়দেব সরকার পেশায় কৃষক তার
মেয়ে তিতলি সরকার বাড়ির লোকদের অসাবধানতার কারণে বাড়ির ছোট্ট একটি পুকুরে পড়ে
মৃত্যু হয় এই শিশু কন্যার। এদিন তাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, সে সময় সবার চোখের আড়ালে ছোট্ট শিশুটি তাদের পুকুরের সামনে যায়। সেই
সময় পুকুরের জলে পড়ে মৃত্যু হয় তার। দীর্ঘক্ষন পর পরিবারের লোক জনেরা তিতলির
খবর না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। হঠাৎ করে দেখতে পায় ছোট্ট তিতলি পুকুরের জলে
ভাসমান।
মুহূর্তের মধ্যেই কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে
শিশুটিকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত
বলে ঘোষণা করে। শিশুটি এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
0 মন্তব্যসমূহ