
এক গৃহবধূ কে গলায় ফাঁস লাগিয়ে
হত্যা করার অভিযোগ উঠলো স্বামির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম সুরাহা বিবি (35)। সামি রকমত আলী। ঘর জামাই হিসেবে
পূর্ব গোকুলপুর স্থিত শশুর বাড়িতেই থাকে রকমত আলী।
শশুর বাড়ীর আত্মীয় পরিজনের
অভিযোগ, রকমত সুরাহা কে বিয়ে
করার পূর্বে আরোও একবার বিয়ে করেছিল। সেই বউ আগুনে পুরে মারা যায়। সে ঘটনা তাদের
জানা ছিল না, বিয়ের পর জানাজানি হয়। বিয়ের পর থেকেই
সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া মারধোর করতো সুরাহা কে। হুমকি দিত
আগের বউ আগুন লাগিয়ে মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলবে।
শনিবার দুপুর বেলা নিজ বাড়িতে রাবিয়া বিবি হটাৎ দেখতে পায় ঘরের মধ্যে মেয়ে
সুরাহা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। সুরাহা পরিবার ও আত্মীয় পরিজনের দাবি
রকমত সুরাহা কে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রাখে। বর্তমানে সুরাহা মৃত দেহটি ময়না
তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। আগমীকাল ময়না তদন্তের পর
পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হবে। মরনকালে সুরাহা একটি পুত্র সন্তান ও একটি
কন্যা সন্তান এবং জন্মধাত্রী মা কে ছাড়াও জেলবন্দী পিতা কে রেখে যায়।
0 মন্তব্যসমূহ