About Me

header ads

মা-মেয়ে একসঙ্গে পৃথিবী ছেড়ে চলে গেলেন !

অসমের দরং জেলায় এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা সংঘটিত হয় আজ । মা-মেয়েএকইসঙ্গে বাড়ির সামনের একটি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।দরং জেলার সিপাঝারে এই দুঃখজনক ঘটনা ঘটে শুক্রবার। 

বিবাহিতা মেয়েকে নিয়ে আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়। মায়ের নাম জয়া বরুয়া এবং মেয়ে ববিতা বরুয়া। 

স্থানীয় জনগণ সন্দেহ প্রকাশ করেছেন, হয়তো অবসাদগ্রস্ত হয়েই এই করুণ মৃত্যুকে হেলায় গ্রহণ করেছেন তাঁরা। 

কারণ জয়া বরুয়া দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন। অন্যদিকে মেয়ে ববিতা বরুয়ারও শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না। জানা গেছে, তিনি বৃক্ক রোগে আক্রান্ত ছিলেন।

তাঁদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ