About Me

header ads

মিজোরামের ডেপুটি স্পিকার কুঠার হাতে রাস্তায়, ভাইরাল ভিডিও!

ক্ষমতার অলিন্দে থাকা কোন মানুষ নিজের হাত নোংরা করছেন এ দৃশ্য সচরাচর দেখা যায় না। বিশেষত, যদি যে ডেপুটি স্পিকার হন। সম্প্রতি এই অবাক করা চরিত্রে দেখা গিয়েছে মিজোরামের ডেপুটি স্পিকার পু লালরিনাউমাকে। নিজের কেন্দ্রেরই তুইকাম গ্রামে যাওয়ার পথে রাস্তা রুখেছিল একটি উপড়ে পড়া গাছ। নিজে হাতে কুঠার নিয়ে সেই গাছ কেটে পথ তৈরি করলেন ৪৫ বছরের এই রাজনীতিক।

কুঠার হাতে এই ভিডিওই ভাইরাল হয়েছে লালরিনাউমার। ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হল ফেসবুকে, জনপ্রিয় হয়েছে টুইটার, ইনস্টাগ্রামেও।
দু’বারের বিজয়ী সাংসদ যখন নিজের কেন্দ্র তুইকামে যাচ্ছিলেন তখনই ঘটনাটি ঘটে। একটি গাছ উপড়ে গিয়ে রাস্তা অবরোধ করে রেখেছিল। জানজট এড়াতে সেই গাছ কেটে রাস্তা পরিস্কারে নিজেই হাত লাগালেন। তাঁর এই কাজ মন কেড়েছে নেটিজেনদের।