
মেঘে ঢেকে থাকা এই ভূখণ্ড কখনও
লাবণ্য-অমিতের কথায় স্থান পেয়েছে চিরাচরিত রবীন্দ্র সাহিত্যের পাতায়৷
আবার চেরি ফুলের ঝলকে তার রূপও খুলে যায় নির্দিষ্ট সময়ে৷ সবুজ ঘেরা এই
মেঘালয়ের এবার নতুন নজির- বিশ্বে সর্বাধিক চারাগাছ রোপণ করার৷
উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংবাদ
মাধ্যমের রিপোর্ট- দেড় লক্ষ চারা রোপণ করা হয়েছে৷ বিশ্ব পরিবেশ দিবস
উদযাপনে এ এক অভিনব সিদ্ধান্ত৷

পরিবেশ রক্ষায় বরাবরই উত্তর পূর্বের
রাজ্যগুলি বিশেষ ভূমিকা নেয়৷ তবে জনবহুল অসমের রাজধানী গুয়াহাটির দূষণ
মাত্রাতিরিক্ত৷ অসমেরই প্রতিবেশী মেঘালয়৷ সেই রাজ্যের সরকার বিশ্ব পরিবেশ
দিবস ঘিরে রাজ্য জুড়ে বিপুল পরিমাণে গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেয়৷
মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজেও এই কর্মসূচিতে অংশ নেন৷
শিলং সহ বিভিন্ন এলাকা, পাহাড়ি অঞ্চলে
প্রচুর পরিমাণে চারা রোপণ করা করা হয়েছে৷ গত ৩০ মে মুখ্যমন্ত্রী
রাজ্যবাসীকে অনুরোধ করেন রাজ্য জুড়ে চারাগাছ রোপণের৷ সেই মতো প্রত্যন্ত
এলাকাতেও চারা পাঠানোর কাজ চলেছে৷ দূষণ মুক্ত মেঘের দেশ তৈরিতে এগিয়ে
এসেছেন রাজ্যবাসী-বিশেষ করে পড়ুয়ারা৷
0 মন্তব্যসমূহ