About Me

header ads

ম্যালেরিয়ার থাবা, প্রাণ কেড়ে নিল এক শিশুর, আক্রান্ত ১৮ জন!

ত্রিপুরা রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ। ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও ১৮ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, পূর্ব গোবিন্দবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওয়াদক ছড়া গ্রামে ভালি ত্রিপুরার ছয় বছরের কন্যা বর্ণমালা ত্রিপুরা গত চারদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিল। শুক্রবার ভোরে মৃত্যু ঘটে তাঁর। এছাড়াও, পশ্চিমবাড়ি, উত্তর লংতরাই, দেবছাড়া, এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ