
"LAWYERS
FOR DEMOCRACY" নামে আত্মপ্রকাশ ঘটলো রাজ্যের আইনজীবীদের নয়া
সংগঠন।
রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে এই নয়া
সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আইনজীবী ভাস্কর দেববর্মা, রঘুনাথ মুখার্জি সহ
মোট তিন জনকে এই নয়া সংগঠনের কনভেনার করা হয়েছে।
বরিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ সহ রাজ্যের প্রায় এক শতাধিক
আইনজীবী এই সংগঠনে সামিল হয়েছে। এইদিনের সাংবাদিক সম্মেলনে বরিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন
লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় আইনজীবীরা আক্রান্ত হচ্ছে। যা রাজ্যে আগে কখনো ঘটেনি। এই পরিস্থিতিতে রাজ্যের আইনজীবীরা মিলিত
হয়ে আলোচনাক্রমে এই সংগঠন তৈরি করেছে। এই সংগঠন আগামিতে রাজ্যের বিভিন্ন জায়গায়
আক্রান্ত আইনজীবী ও সাধারণ মানুষের পাশে দাড়িয়ে লড়াই করবে।
0 মন্তব্যসমূহ