
চা বাগানে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধি ইসুতে বুধবার
শ্রম কমিশনারের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এই
বৈঠকে ত্রিপুরা চা-শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মালিক পক্ষ উপস্থিত
হয়নি। ফলে চা-বাগানের শ্রমিকদের মজুরি নিয়ে যে জটিলতা
সৃষ্টি হয়েছে তার সমাধান এইদিনও হল না।
বর্তমানে দৈনিক
১০৫ টাকা করে মজুরি পাচ্ছে চা-বাগানের শ্রমিকরা।
২০১৭
সালের ১ ডিসেম্বর চা-বাগানের শ্রমিকদের মজুরি দৈনিক ১৭৬ টাকা করার জন্য নোটিস জারি
করা হয়। কিন্তু তা এখনো পর্যন্ত কার্যকরী করা হয়নি বলে
জানান ত্রিপুরা চা-শ্রমিক ইউনিয়নের সম্পাদক কানু ঘোষ।
তিনি
জানান মালিকদের এক পক্ষকে এইদিনের বৈঠকের বিষয়ে চিঠি দিয়ে অবগত করা হয়েছিল।
আরেক
পক্ষের নিকট চিঠি পৌছায় নি। মালিক পক্ষের
তরফে সময় চাওয়া হয়েছে। তিনি আরও জানান
দ্রুত সমস্যার সমাধান না হলে ওনারা ২৩ জুন মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
0 মন্তব্যসমূহ