
Supreme Court orders immediate release of freelance journalist, Prashant Kanojia who was arrested by UP Police for 'defamatory video' on UP Chief Minister. pic.twitter.com/OTr47uEVSu— ANI (@ANI) June 11, 2019
উল্লেখ্য, যোগী আদিত্যনাথ সম্পর্কে এক মহিলার করা কিছু মন্তব্য-সহ একটি
ভিডিও টুইটারে আপলোড করার অভিযোগ ওঠে কানোজিয়ার বিরুদ্ধে। নয়ডার একটি সংবাদ
চ্যানেল ওই ভিডিওটি সম্প্রচার করে। এ ঘটনায় ওই চ্যানেলের শীর্ষকর্তাকেও
গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চ্যানেলের এক সম্পাদককেও।
মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি এবং কানপুরের এক মহিলার ছবি ফেসবুকে আপলোড করার
জন্য গ্রেফতার করা হয় রাজু সিং যাদব নামে আরও এক ব্যক্তি।
প্রশান্তের স্ত্রী জাগিষা জানান, “আমরাও জানি না ভিডিওয় ওই মহিলা কে।
এটা কোনও অপরাধ নয়… সরকারকে যারা প্রশ্ন করবে তাদের সবাইকেই কি পুলিশ
গ্রেফতার করবে? সোশাল মিডিয়ায় যে কোনও কিছু পোস্ট করার অধিকারের ব্যাপারে
আমি আমার স্বামীর পাশেই রয়েছি’’।
প্রশান্ত কানোজিয়ার গ্রেফতারির নিন্দায় সরব হয় ভারতের এডিটর্স গিল্ড।
রবিবার প্রকাশিত এক বিবৃতিতে গিল্ডের তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনা
বাকস্বাধীনতা হরণের চেষ্টা।
0 মন্তব্যসমূহ