
একদিন ঝড় থেমে যাবে, ‘কাশ্মীর’ আবার
শান্ত হবে৷ এই ছবি সেই প্রত্যয় ফেরায় মনে৷ এই ছবি জন্ম দেয় লাখো ভরসার৷
মনে হয় গুলি, বোমা, বন্দুকের কাশ্মীরে আজও প্রাণ আছে৷ আজও জীবন ছাপ ফেলে
দৈনন্দিন গতানুগতিকতায়৷ যে ছবিতে এক মুসলিম মহিলা ঈদের নমাজ পাঠ করে সেনার
হাত ধরে নিশ্চিন্তে বাড়ি ফেরেন৷
চারপাশে তখন বোমা আর গুলির শব্দ৷ সেনাকে
লক্ষ্য করে পাথর ছুঁড়েছে ক্ষিপ্ত যুবকার৷ যে কোনও সময়ে প্রাণ বিপন্ন হতে
পারে সাধারণ নাগরিকের৷ সাধারণ মানুষকে গার্ড করে বিক্ষোভকারীদের সঙ্গে তখন
যুঝছেন ভারতীয় জওয়ানরা৷ তখনই অশান্তির ভাঙা মেঘে ধরা পড়ে গেল এক
মুহুর্ত৷ সে মূহুর্ত জন্ম দিল লাখো আশার, লাখো স্বপ্নের৷
ছবিতে
ধরা পড়ল এক কাশ্মীর পুলিশের হাত ধরে হেঁটে আসছেন এক বৃদ্ধা৷ মুখ ঢাকা
বোরখায়৷ সম্ভবত ঈদের সকালে বাড়ি থেকে বেরিয়েছিল কোনও কাজে৷ ফেরার সময়
আটকে পড়েছিলেন বিক্ষোভ জমায়েতের জন্য৷ পাথরের হাত থেকে বাঁচিয়ে ওই
বৃদ্ধাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিলেন ওই পুলিশ কর্মী৷ যে কোনও সময়ে পাথরের
আঘাতে গুরুতর জখম হতে পারতেন ওই মহিলা৷
কিন্তু রীতিমতো দুই হাত দিয়ে তাঁকে আগলে
বাড়ি পৌঁছে দেন ওই পুলিশ কর্মী৷ বারামুলার ছবিটি রীতিমত প্রশংসা
কুড়িয়েছে৷ পুলিশ কর্মীর কর্তব্যবোধের প্রশংসা হয়েছে৷ আর অশান্ত কাশ্মীরে
এই ছবি নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছে নাগরিক জীবনে৷
উল্লেখ্য, ঈদের সকালে অশান্ত হয়ে উঠেছিল
কাশ্মীর৷ সেনাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা৷ সব মিলিয়ে সকাল
থেকেই উত্তপ্ত ছিল কাশ্মীরের একাধিক জেলা৷ ঈদের নমাজ পাঠ শেষ হতেই সংঘর্ষ
শুরু হয়৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে বেশ কয়েক জন যুবকের একটি
দল৷ শ্রীনগর, পুলওয়ামা, সোপোর, বারামুলা ও অন্যান্য জায়গায় এই সংঘর্ষ
ছড়িয়ে পড়ে৷ বারামুলা জেলার সোপোরের জামিয়া মসজিদের সামনেই সংঘর্ষ শুরু
হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন
কাশ্মীরের স্বাধীনতা দাবি করে শ্লোগান দিচ্ছিল ওই যুবকরা৷ শোনা গিয়েছে
ভারত বিরোধী শ্লোগানও৷ পরিচয় গোপন করার জন্য ওই যুবকদের মুখে কালো কাপড়
বাঁধা ছিল৷ পাকিস্তান ও কিছু জঙ্গি সংগঠনের পতাকা তুলে ধরে শ্লোগান দিচ্ছিল
ওই যুবকরা বলে অভিযোগ স্থানীয়দের৷ রাস্তা জুড়ে বিক্ষোভ মিছিল করার
চেষ্টা করেছিল ওই যুবকরা৷ তবে পুলিশ তাদের বাধা দেয়৷ মিছিল আটকাতে কাঁদানে
গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ৷
এলাকার পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত
বাহিনী মোতায়েন করা হয়৷ সোপোর ছাড়াও এক মহিলা সহ দুজনকে গুলি করে খুন
করার ঘটনা ঘটে৷ এক যুবক গুরুতর জখম হয়৷ ঈদের সকালে পুলওয়ামায় ঘটে এই
ঘটনা৷
0 মন্তব্যসমূহ