About Me

header ads

রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সরব বিদ্যুৎ মন্ত্রী!

 
রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত । কিন্তু সরবরাহ ব্যবস্থা সঠিক না হলে ভোক্তাদের পরিষেবা প্রদান সম্ভব নয়। পরিকাঠামোর উন্নয়ন  ঘটানো হয়নি এতদিন। একটা বাজে অবস্থায় কাজ করতে হচ্ছে কর্মীদের।

এই পরিকাঠামো উন্নয়নের জন্য এ ডি বি থেকে প্রায় ১২০০ কোটী টাকা ঋন নেওয়া হচ্ছে। ভবিস্যৎ এর কথা চিন্তা করে পরিকল্পনা নিতে হয়। এতদিন এই কাজ হয়নি। ট্রান্সফর্মার কেনা হয়েছে কম লোডের। যে কারনে সময়ের সঙ্গে চাহিদা বাড়ছে । যে কারনে ট্রান্সফর্মার ফেল হচ্ছে। এই সমস্যার জন্য বিদ্যুৎ পরিষেবা প্রদানে সমস্যা হচ্ছে। বিগত দু দিন ধরে পরিষেবা স্বাভাবিক হয়েছে। শনিবার ঘন ঘন বিদ্যুৎ চপলতার বিষয়টি নিয়ে ক্ষতিয়ে দেখতে মাঠে নামেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেব বর্মণ। গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করতে এই সিদ্ধান্ত নেন তিনি।

শনিবার টি এস ই সি এল –এর বড়দোয়ালি ডিভিশন কার্যালয় ঘুরে দেখে এবং কর্মীদের সঙ্গে কথা বলে এক প্রতিক্রিয়ার এমনটাই জানান তিনি। এই গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করার পর টি এস ই সি এল –এর অধিকর্তাদের সঙ্গে পরবর্তী সময়ে বৈঠকে বসবেন বলে জানান উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেব বর্মণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ