About Me

header ads

নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের দাবী আই পি এফ টি'র!

লোকসভা নির্বাচন সমাপ্তির পর সাড়া রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে এই ঘটনায় আই পি এফ টি শঙ্কিত এই ধরনের কার্যকলাপ বন্ধ হওয়া দরকার রাজ্যে বিজেপি ও আই পি এফ টি-র জোট সরকার রয়েছে তার রও আই পি এফ টি কর্মীদের উপর হামলা, হুমকি অব্যাহত রয়েছে এই ঘটনা বন্ধ না হলে আগামী দিনে বিকল্প চিন্তা ধারা নিয়ে এগুবে আই পি এফ টি 

সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বার্তা দেন দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা এই ঘটনা অতি সত্বর বন্ধ করার দাবী জানান তিনি অন্যথায় আন্দোলনে নামবে তারা ৩৩ টি ডিভিশনের কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা যারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে নির্দোষ কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তার ১৪ জনু আই পি এফ টি কর্মীর বাড়িতে হামলা হয় এটা দুঃখ জনক ঘটনা বলে জানান তিনি 

রবিবার কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আই পি এফ টি-র দুই মন্ত্রী ও বিধায়কেরা এই বিষয়ে নিয়ে বিজেপি-র নেতৃত্বের সঙ্গে দেখা করে কথা বলবেন সেই আলোচনা থেকে যেই ফল বেড়িয়ে আসবে তার উপর আগামীর কর্মসূচী স্থির করবে আই পি এফ টি - বলে জানান দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা জোট অব্যাহত রাখতে এতদিন তারা বদ্ধ পরিকর ছিল বলে জানান কিন্তু এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে হুশিয়ারী দেন আই পি এফ টি-র মুখপাত্র মঙ্গল দেববর্মা  তবে জোট থেকে বেড়িয়ে আসবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলতে চাইলেন না তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ