About Me

header ads

২০২২ সালের মধ্যে দ্বিগুণ করা হবে কৃষকদের আয়!

ত্রিপুরা রাজ্যের গোমতি জেলায় শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্যে ধান কেনা । শিবিরে কৃষকরা ৭ দিন ধান বিক্রি করবেন।

কৃষকদের দুর্দশার দিন বোধহয় এবার ফিরতে চলেছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো আগামি তিন বছর অর্থাৎ ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন করার জন্যে দ্রুত গতিতে চেষ্টা চালানো হচ্ছে। এ নিয়ে একটি কর্মশালাও হয়ে গেল উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে। 

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রাণজিত সিংহ রায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশা, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা।

এই লক্ষ্য পূরণ করার জন্যে বিপ্লব দেব সরকার জোরদার কাজ চালিয়ে যাচ্ছে বলেই জানান তিনি । 

কৃষিমন্ত্রী, কেন্দ্রের থেকে কৃষকদের প্রদান করা সহায়তার কথা উল্লেখ করে আরো বলেন, চলতি বছরে বর্তমান সময় পর্যন্ত গোমতি জেলায় মোট ৫০৪ জন কৃষককে প্রধানমন্ত্রী যোজনার আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়া গোমতি জেলাতেই মোট ৩৭ টি গ্রুপ তৈরি করা হয়েছে । এই ৩৭ গ্রুপের প্রত্যেককে স্বাবলম্বী করে তোলার জন্যে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে । গ্রুপ পেয়েছে ১০ লক্ষ টাকা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ