
মাঝ আকাশে নিখোঁজ হল ভারতীয় বায়ুসেনার বিমান। নিখোঁজ ভারতীয় বায়ুসেনার
এএন-৩২ বিমান। সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের জোরহাট থেকে উড়েছিল
বিমানটি। অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে রওনা দিয়েছিল বায়ুসেনার এএন ৩২
বিমান। দুপুর ১টার সময় শেষবার যোগাযোগ করা যায় বিমানটির সঙ্গে। এরপরই
বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ৮ জন ক্রু সদস্য ও ৫ জন
যাত্রী ছিলেন। ইতিমধ্যেই নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয়
বায়ুসেনা।
IAF AN-32 Aircraft overdue for more than two hours in Menchuka air field of Arunachal Pradesh with 13 persons on board. The aircraft last contacted ground sources at 1 PM today after taking off from Jorhat airbase at 12:25 pm.— ANI (@ANI) June 3, 2019
উল্লেখ্য, অরুণাচলপ্রদেশের পশ্চিম সিয়াং জেলায় মেচুকা উপত্যকা। সেখানেই
রয়েছে দ্য মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। ভারত-চিন সীমান্তে
ম্যাকমোহন লাইনের কাছেই এই ল্যান্ডিং গ্রাউন্ড রয়েছে। ১৯৮৪ সাল থেকে এএন ৩২
বিমান ব্যবহার করে আসছে ভারতীয় বায়ুসেনা। বহু বছর ধরে এই বিমানের উপর ভরসা
রেখেছে বায়ুসেনা।