
ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং
ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে, ধর্মনগর মহকুমা
ভিত্তিক ২০১৯ সালের হজযাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়, এক অনুষ্ঠানের
মাধ্যমে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে।
এদের মধ্যে কদমতলা ব্লক থেকে
২২ জন, কালাছড়া ব্লক থেকে ৩জন, ধর্মনগর
থেকে ৪জন, পানিসাগর থেকে ৩জন মোট ৩২ জন হজযাত্রী এবার মক্কার
উদ্দ্যেশে যাচ্ছেন এর মধ্যে মহিলা রয়েছেন ৫ জন।
এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে
উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহামদ জসীম উদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতি ত্রিপুরা,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মহকুমা শাসক সুব্রত দাস, জেলা পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শেষে ৩২
জন হজযাত্রীকে প্রশাসনের পক্ষ থেকে একটি করে ট্রলি ব্যাগ ও হ্যান্ড ব্যাগ দেওয়া
হয়।
0 মন্তব্যসমূহ