
স্বামীর বাড়িতে ফের রহস্যজনক মৃত্যু এক গৃহবধূর। ঘটনার জেরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন স্বামী।
রবিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আগরতলার বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায়।
মৃত বধূর নাম আমেনা খাতুন (২১)। রবিবার সকালে বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গৃহবধূর নিথর দেহ।
মৃতার পিতা ও স্থানীয়রা পরিকল্পিতভাবে তাকে খুন করে আত্মহত্যার রূপ দিয়েছে বলে অভিযোগ করছেন।
অন্যদিকে, মৃতা আমেনা খাতুনের স্বামী রসিদ মিয়াকে খোঁজে বের করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
জানা গেছে প্রায় ৬ বছর আগে বিয়ে হয়েছিল রশিদ ও আমেনার। বিয়ের পর কয়েক বছর শান্তিতে কাটলেও পরবর্তী সময়ে অশান্তি শুরু হয়। স্থানীয়দের কথায়, স্বামী রসিদ মিয়ার আরও কয়েকজনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। যার প্রতিবাদ জানালে আমেনার উপর শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। শেষ পর্যন্ত রবিবার স্বামীর বাড়ি থেকে উদ্ধার হয় আমেনার অস্বাভাবিক মৃতদেহ।
0 মন্তব্যসমূহ