
শিক্ষার ক্ষেত্রে দরিদ্র পরিবারগুলির পাশে
দাঁড়াতে বেশ কিছু শিক্ষা প্রকল্প রয়েছে৷ অনেকে ব্যক্তিগত উদ্যোগেও এই সব
পরিবারের পাশে এসে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ এবার তেমনই কাজ
করবেন বলে জানালেন কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার৷
এএনআই সংবাদ মাধ্যম সূত্রে খবর,
কন্যাকুমারী থেকে কংগ্রেসের নব নির্বাচিত সাংসদ এইচ বসন্তকুমার ঘোষণা
করেছেন, সংসদ হিসেবে তিনি যে পারিশ্রমিক পাবেন তাঁর কাজের, সেই সম্পূর্ণ
বেতন তিনি দরিদ্র পরিবারগুলির পড়াশোনার জন্য দান করবেন৷
উল্লেখ্য লোকসভায় জয়ের পর গত ২৬ মে রবিবার কংগ্রেস বিধায়ক বসন্তকুমার তাঁর পদ
থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন৷ নানগুনেরি বিধানসভা কেন্দ্রের তিনি
বিধায়ক ছিলেন৷
লোকসভা নির্বাচনে বিজেপি নেতা রাধাকৃষ্ণণকে তিনি ২.৫৯ লক্ষ ভোটের মার্জিনে পরাজিত করেন৷