About Me

header ads

গভীর রাতে তল্লাশিতে উদ্ধার ব্যাপক পরিমাণে অস্ত্রশস্ত্র!

দক্ষিণ ত্রিপুরার পিআর বাড়ি থানা এলাকা থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের অস্ত্রশস্ত্র সহ ধৃত ৩ অস্ত্র কারবারী।

বৃহস্পতিবার গভীর রাতে পিআর বাড়ি থানার মোড়ে TR01BD-0229 নম্বরের গাড়িতে তল্লাসি চালিয়ে এই সাফল্য পায় পুলিশ।

তল্লাশিতে উদ্ধার হয়েছে, দুটি জাপানি পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি মোবাইল।

ধৃতরা হলেন, দক্ষিণ রামনগরের বিমান দাস, ভাগলপুরের মৃণাল দত্ত ও বামুটিয়ার রঞ্জনদাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ