
ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়
কলা বিভাগে সপ্তম স্থান অধিকারি ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী
স্বর্ণালি রায়ের পাশে দাঁড়ালো ধর্মনগর থানার পুলিশ কর্মীরা।
দরিদ্র
পরিবারের ছাত্রী স্বর্ণালি রায়। দারিদ্রতার সাথে লড়াই করে আর্থিক সঙ্কটের
মধ্যে স্বর্ণালি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে ৪৩৬ নাম্বার
পেয়ে সপ্তম স্থান দখল করে। আগামি দিনে স্বর্ণালির উচ্চ শিক্ষা নিয়ে হত
দরিদ্র মা-বাবার কপালে যখন চিন্তার ভাঁজ ঠিক তখন সাহায্যের হাত বাড়িয়ে দিল
ধর্মনগর থানার পুলিশ কর্মীরা। স্বর্ণালির হাতে তুলে দেওয়া হল নগদ পাঁচ
হাজার টাকা।
উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে এই টাকা
তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান আগামি দিনে
স্বর্ণালির পড়াশুনার ক্ষেত্রে কোন ধরনের বাধা আসলে উত্তর জেলা পুলিশের পক্ষ
থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ