
মনু নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন বাবা ও মেয়ে। জানা
গেছে, বুধবার দুপুরে, কৈলাসহরের জলাইগ্রামের বাসিন্দা বাবা ইন্দ্রজিৎ দাস
তাঁর মেয়ে পাপিয়া দাস (৭) কে সঙ্গে নিয়ে মনু নদীতে স্নান করতে যান। সেখানে,
আচমকাই বাবা-মেয়ে দু’জন নদীর জলে তলিয়ে যান।
দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর বাবা-মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। শুরু হয় খোঁজাখুঁজি।
কিন্তু বাবা-মেয়ের কোনও হদিস না পাওয়ায় শেষে পরিবারের লোকজন মনে করেন যে দুজনে নদীর জলে হয়তো তলিয়ে গিয়েছেন।
পরে, খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ও এসডিআরএফ ছুটে যান ঘটনাস্থলে। মনু নদীতে তল্লাশি অভিযানে উদ্ধার হয় বাবা ইন্দ্রজিতের মৃতদেহ। কিন্তু মেয়েটির এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায় নি।

অবশেষে, আজ সকালে জলাই গ্রামের মনু নদীর তীরে ছোট শিশু মেয়ের লাশ নদীর পারে পাওয়া
গেছে.. বাবার
লাশ তৎক্ষণাৎ পাওয়া গেলেও... মেয়ের লাশ আজ সকালে ভ্যাটিজলাই নদীর পারে
পাওয়া গেলোl
0 মন্তব্যসমূহ