
২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজারেরও বেশি
কৃষক আত্মহত্যা করেছেন। রাজ্যের বিধান পরিষদ শুক্রবার এ কথা জানিয়েছে।
তিন বছরে যে ১২ হাজার একুশ জন কৃষক মারা গিয়েছেন তাঁদের মধ্য়ে ৬,৮৮৮
জনের পরিবার সরকারি সাহায্যের অধিকারী বলে জেলা স্তরের কমিটি খতিয়ে দেখেছে। রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখ এক লিখিত জবাবে এ কথা
জানিয়েছেন।
এখনও পর্যন্ত ৬৮৪৫ জন কৃষকের পরিবার এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, ২০০৯ সালে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৬১০ জন কৃষক আত্মহত্যা করেন। এঁদের মধ্য়ে ১৯২ টি ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার জন বিবেচিত
হয়েছে।
বাকি আত্মহত্যার ক্ষেত্রগুলি ক্ষতিপূরণ দেওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ