About Me

header ads

এনআরএসের পাশে, শুক্রবার দিল্লির এইমসে চিকিৎসক ধর্মঘট!

নীলরতন সরকার মেডিক্য়াল কলেজের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্য়ায়ের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন দিল্লির এইমসের চিকিৎসকরাও। এদিন এইমসের বেশ কিছু চিকিৎসক মাথায় ব্য়ান্ডেজ বেঁধে কাদে যোগ দেন। শুক্রবার তাঁরা কলকাতার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে কাজ বয়কট করবেন।

পশ্চিমবঙ্গের সন্ত্রাসের বিরোধিতায় এইমস রেসিডেন্ট ডক্টর্স অ্য়াসোসিয়েশনের তরফ থেকে সারা দেশের রেসিডেন্ট ডক্টর্স অ্য়াসোসিয়েশনকে বয়কটে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার এইমস আরডিএ-র তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে,

আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, হোস্টেলে ডাক্তারদের উপর আক্রমণের খবর আসছে। সরকার সুরক্ষা দিতে ব্যার্থ, চিকিৎসকদের ন্য়ায়বিচার দিতেও অসমর্থ।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “এইমস আরডিএ এই ঘটনা নিন্দা করছে এবং পশ্চিমবঙ্গের সহকর্মীদের সমর্থন জানাচ্ছে। ১৪ জুন এমার্জেন্সি ছাড়া সব বিভাগে এক দিনের ধর্মঘট পালন করা হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।”

পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রীকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছে এইমস আরডিএ।

এদিকে আইএমএ-র তরফ থেকেও সমস্ত রাজ্য় শাখাগুলিকে শুক্রবার প্রতিবাদে শামিল হতে ও কালো ব্যাজ পরতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি আইএমএ-র সমস্ত স্থানীয় শাখা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে চিকিৎসক ও হাসপাতালের উপর আক্রমণ রুখতে কেন্দ্রীয় আইন প্রণয়ন করার অনুরোধ জানাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ