
মোদী বন্দনার জেরে দল থেকে বহিস্কার করা
হল কেরলের এক কংগ্রেস নেতাকে৷ অবশ্য শাস্তির মুখে যে পড়তে হবে তা বিলক্ষণ
তিনি বুঝতে পারেন৷ বহিস্কারের খবর যখন তিনি পান প্রথম প্রতিক্রিয়ায় বলেন,
‘‘রাজ্য সভাপতির কাছ থেকেই এটাই আশা করেছিলাম৷ আমি সুযোগ সন্ধানী নই৷ যেটা
সত্যি সেটাই বলেছিলাম৷’’
সোমবার কেরল কংগ্রেস থেকে বহিস্কার করা
হয় এ পি আবদুল্লাকুট্টিকে৷ কেরল প্রদেশ কংগ্রেসের শীর্ষস্তরের নেতা বলেই
তিনি পরিচিত৷ লোকসভা ভোটে বিজেপির দারুণ ফলাফল নিয়ে সম্প্রতি মোদীর
প্রশংসায় পঞ্চমুখ হন তিনি৷ ফেসবুকে দীর্ঘ পোস্ট লেখেন তিনি৷ সেখানে মোদী
সরকারের স্বচ্ছ ভারত অভিযান ও উজ্জলা যোজনা প্রকল্পের তারিফ করেন৷
আবদুল্লাকুট্টির
মতে, এই সব প্রকল্পের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর উন্নয়নের আদর্শ
প্রতিফলিত হয়েছে৷ কেরল কংগ্রেসের এই নেতা লেখেন, মোদীর উন্নয়ন মডেলকে
মানুষ গ্রহণ করেছেন৷ তার জন্যই এই বিরাট জয়৷ নরেন্দ্র মোদী মহাত্মা
গান্ধীর নীতিকে বাস্তবায়িত করে দেখিয়েছেন৷ মহাত্মার নীতি বলে, কোনও নীতি
গ্রহণ করার আগে গরিব মানুষের কথা আগে ভাববে৷ স্বচ্ছ ভারত অভিযান ও উজ্জলা
যোজনা সেই নীতিরই প্রতিফলন৷ স্বচ্ছ ভারতে দেশে ৯কোটি ২৬ লক্ষ শৌচালয় তৈরি
হয়েছে৷ দেশের মানুষকে বিনামূল্যে বিদ্যুত পরিষেবা ও গ্যাসের সংযোগ
দিয়েছেন৷ এই সব কারণে মোদীর এত গ্রহণযোগ্যতা, এত তাঁর জনপ্রিয়তা৷
আবদুল্লাকুট্টির এই মোদী স্তুতি ভালো ভাবে
নেয়নি কংগ্রেস৷ সঙ্গে সঙ্গে তাঁকে শোকজ করা হয়৷ পাঁচদিনের মধ্যে কারণ
দর্শাতে বলা হয়৷ তারপর সোমবার শাস্তির ঘোষণা৷ দলের একাংশের মতে, বিজেপিতে
যাবেন বলে আবদুল্লাকুট্টির এই ভোলবদল৷ তবে সেই সম্ভাবনার কথা উড়িয়ে
কংগ্রেস নেতা জানান, যা আমার সত্যি মনে হয়েছে সেটাই বলেছি৷