About Me

header ads

প্রাক্তন সেনাকর্মীদের সহযোগিতা করার আহ্বান মুখ্যমন্ত্রী বিপ্লবের!

সেনাকর্মীরা শৃংখলাবদ্ধ। তাঁরা ভালো আচরণ এবং দায়বদ্ধ মনোভাব নিয়ে কাজ করেন। তাদের এই শৃংখলাবদ্ধতা-মানসিকতা সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।

২৮তম রাজ্য সৈনিক বোর্ডের বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী দেব। রাজ্যে সৈনিক সুকল গড়ে তোলার ব্যপারেও গুরুত্ব আরোপ করেন তিনি। 

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে, ম্যালেরিয়ার আক্রমণ, নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়া জনজাতি- নতুন প্রজন্মের যুবকরা ইত্যাদি নিরসনে রাজ্য সরকার ব্যাপকভাবে মানুষদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এই কাজে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা গঠিত অ্যাসোসিয়েশনকেও রাজ্য সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। সভায় সৈনিক কল্যাণে গৃহিত বিভিন্ন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ